২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
টিভি নাটক, সিনেমা, বিজ্ঞাপনের নিয়মিত মুখ ইন্তেখাব দিনার। চরকির ‘ঊনলৌকিক’ সিরিজে অভিনয় করে নতুন করে আলোচনায় তিনি। সিরিজে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আজকের কথোপকথনে তিনি। বেশ প্রশংসিত হয়েছে ‘ঊনলৌকিক’ সিরিজটি। অনলাইন-অফলাইনে শোনা যাচ্ছে ইন্তেখাব দিনারের প্রশংসা।